‘বিচারহীনতার সংস্কৃতিই শিক্ষক লাঞ্ছনার সাহস জোগাচ্ছে’

বিশেষ প্রতিনিধি : বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে অংশ নিতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম প্যারোলে মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে তিনি প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে হাসপাতালে পাঠানো হয়।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, উনি কারা তত্ত্বাবধানে হাসপাতালে ছিলেন। সেখান থেকেই আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় মারা যান সেলিমের বড় ভাই কায়েস। তার বয়স হয়েছিল ৭২ বছর।

হাজাী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী কায়েস। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা হয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। হাজী সেলিম তার বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেবেন।

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *