কাঠালিয়ায় ২০বছর নিজ জমির দখল পায়না ছোবাহান বিচারের আশায় দ্বারে দ্বারে !!
কাঠালিয়া সংবাদদাতা : ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার ০২ নং পাটিখালঘাটা এলাকার বাসিন্দা মোঃ আঃ ছোবাহান হাওলাদার তার পৈত্রিক ৫৯শতাংশ সম্পত্তিতে দখলে যেতে না পাড়ায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। বিচারের আশায় প্রথমে স্থানীয় পর্যায়ে পরে উপজেলা চেয়ারম্যান এর কাছে আদেবন করায়ও কোন ফল না পাওয়ায় সর্বশেষ ঝালকাঠী ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করেন।
বাদীর আর্জিসূত্রে জানা গেছে, কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটার ১১নং মৌজায় ২৯২,২৩৪,৩৯৩,২৯২নং দাগে এবং ১২নং মৌজার নেয়ামত পুরা ৫২৮,৩৭১,২৫৪,৩৭০নং খতিয়ানের মোট ৫৯শতাংশ সম্পত্তি প্রায় ২০বছর যাবৎ একই বাড়ির আঃ রব(আয়নাল হক)হাওলাদার মোঃ জাকির (সাম)মোঃ মনির ও আঃ হক জোর পূর্বক ঐ বিরোধীয় সম্পত্তি ভোগ দখল করে। বিরোধীয় ৫৯শতাংশ সম্পত্তির সরকারি নিয়মানুযায়ী কাগজপত্র কৃষক মোঃ আঃ ছোবাহান এর নামে থাকলেও নিজে অবৈধ ক্ষমতায় দুর্বল হওয়ার কারনে প্রভাবশালী দখলবাজদের সাথে পেড়ে না ওঠায় প্রথমে স্থানীয় ভাবে সালিশ বৈঠকে আঃ ছোবাহানের পক্ষে রায় থাকলেও তা মানতে নারাজ প্রতিপক্ষগং। স্থানীয় ভাবে মিমাংসার সুযোগ না মেলায় কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদারের নিকট আবেদন করলে তিনি বিষয়টি সুষ্ঠ সমাধারেন জন্য সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে লিখিত ভাবে জানালে তিনিও(অধ্যক্ষ) সালিশ বৈঠকে কোন সুরাহা করতে না পারায় অধ্যক্ষ মো. হারুন অর রশিদ লিখিত ভাবে জানান বিবাদী সালিশি ব্যাবস্থা মানিতে রাজি না থাকার কারনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা গেল মর্মে চেয়ারম্যানকে জানান তিনি। পুন:রায় চেয়ারম্যান অধ্যক্ষের নিকট প্রেরন করিলে অধ্যক্ষ শারিরীক অসুস্থতার কারনে সময় দেয়া সম্ভবনয় বলে আবার চেয়ারম্যানকে জানানো হয়। এর মধ্যে গতবছরের ডিসেম্বরের ১৪তারিখ ছোবাহানের রোপিত গাছ প্রতিপক্ষ কাটতে চাইলে ছোবাহান তাতে বাধা দিলে তাকে মার ধর সহ বিভিন্ন ধরনের হুমকি দেয়ার পরে আঃ ছোবাহান এবার ন্যায় বিচারের আশায় ঝালকাঠী ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী হাকিমের কাছে বিচারের আর্জি জানান । যা প্রক্রিয়াধীন। এদিকে এ বিষয়ে ন্যায় বিচারের জন্য সংশিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী কৃষক আঃ ছোবাহান।