জমি নিয়ে বিরোধের জের তুঙ্গে, থানায় দুইটি অভিযোগ দায়ের
মোঃ সাখাওয়াত আমিন, নীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলার পাঙা মটুকপুর ইউনিয়নের পাটোয়ারী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে থানায় মোঃ আইনুল ইসলাম সহ সাত জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দায়ের করেছে মোঃ তইবুল ইসলাম। যেকোন সময় বড় দূর্ঘটনার আশংকায় রয়েছে অভিযোগকারী তইবুল ইসলাম ও তার পরিবার।
বাদী ও জিডি সূত্রে জানা যায়, এর আগে গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশের মাধ্যমে দুইপক্ষের মিমাংসা করে দিলেও জিডিতে উল্লেখিত বিবাদী আইনুল ইসলাম ২ নং বিবাদী গোলাপ হোসেনের কু-পরামর্শে পুনরায় ভোগ দখল করার চেষ্টা করছে বলে জানা যায়। অভিযোগকারী মো তইবুল ইসলাম জানায়, আমি দীর্ঘদিন যাবত তফসিল বর্নিত জমি ভোগদখল করে আসতেছি। জমির খারিজ বাদীর নামে রয়েছে এবং বাদী খাজনা পরিশোধ করলে ভুলবশত মাঠ রেকর্ড বিবাদীর নামে আছে। এর প্রেক্ষিতে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে বাদী আমাদেরকে জানায়। বিবাদী উক্ত তফসিল বর্নিত জমিকে কেন্দ্র করে গন্ডগোল করার লক্ষ্যে বিভিন্ন পায়তারা করছে এবং বাদীকে হত্যার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করে।
বিবাদী মো আইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়। উক্ত তফসিল বর্নিত জমি বিবাদীর পৈতৃক সম্পত্তি ও রেকর্ড বিবাদীর নামে আছে বলে তিনি জোর দাবী জানায়।
ডোমার থানার অফিসার ইন চার্জ মোঃ সাইফুল ইসলাম জিডির কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডোমার থানায় দায়েরকৃত দুইটি জিডির নম্বর যথাক্রমে ২৭ ও ৪৪০। অভিযোগে উল্লেখিত জমির পরিমান আনুমানিক ২ একর ২২ শতক, যার মধ্যে ১ একর ৬০ শতক নালিশীয়।