কাহারোলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোলে ‘জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস ’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থপনা বিভাগ এর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়েছে । দিবস উপলক্ষে ১০ মার্চ’২২ সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার-এর নেত্বতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বণার্ঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয় । পরে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়,মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মোঃ সাদেক,উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগর্চী,কাহারোল প্লেস ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সহ-সভাপতি সোহাগ,সদস্য মোঃ আব্দুল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল শাহ্ প্রমুখ । দিবসটি উপলক্ষে কাহারোল ফায়ার সার্ভিস ইউনিটের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে অগ্নী নিবাক মহড়া অনুষ্ঠিত হয় ।