ঘোড়াঘাটে পূজা করতে এসে নদীর পানিতে ডুবে এক ভক্তের মৃত্যু
দিনাজপুর (ঘোড়াঘাট) প্রতিনিধি : ঘোড়াঘাটে করতোয়া পাড়ে শ্রী শ্রী জয়মা কালিমন্দিরে পূজা করতে এসে নদীতে শ্নান করতে গিয়ে এক ভক্তের পানিতে ডুবে মৃত্যু হয়। জানা যায় যে, প্রতি বছরের ন্যায় এবারেও ২২শে বৈশাখ করতোয়া পাড়ায় শ্রী শ্রী কালিমন্দিরে পূজা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। দিনের শুরুতেই সকালে আনুমানিক ৮.৩০ টার দিকে করতোয়া নদীতে গোছল করতে গেলে জনি (৩২) নামের এক ব্যক্তি পানিতে ডুবে যায়। জানা যায় তার বাড়ী নারায়নগঞ্জ জেলায়। তাকে অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে স্থানীয় জেলেদেরকে ডেকে আনা হয়। অপর দিকে রংপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করলে তারা শাহিদুল ইসলাম এর নেতৃত্বে ৫জনের একটি ডুবুরী দল পাঠায়। ঐ ডুবুরী দল বেলা ১১টা থেকে খোজা খুঁজি শুরু করলে প্রায় ১ঘন্টার প্রচেষ্টায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়।