বাগেরহাট চিতলমারী মচন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাপস বাবুর কোচিং বাণিজ্য, দেখার কেউ নেই।
ভ্রাম্যমান প্রতিনিধি : বাগেরহাট চিতলমারী মচন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাপস বাবু সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের ক্লাস রুমে সকাল ৭ থেকে ৯ টা পর্যন্ত ৫ম শ্রেনির ছাত্র-ছাত্রীদের এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ৪র্থ শ্রেণীর নিয়ে কোচিং বাণিজ্যে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়। ঘটনার বিবরণে প্রকাশ অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিনে ০৮/০৩/২২ইং তারিখে মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় স্কুলে উপস্থিত হয়ে দেখতে পায় সহকারি শিক্ষক তাপস বাবু প্রায় ২৫/৩০ জন্য ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং বাণিজ্যে ব্যস্ত। এক সৌজন্যে সাক্ষাতে তাপস বাবু ব্যক্ত করে মাত্র ২০০-৩০০ টাকার বিনিময়ে এই ছাত্র/ছাত্রীদের পড়াই, তবে সরকারি স্কুলের ক্লাস রুমে প্রাইভেট পড়ানো যাবে না এই মর্মে জিজ্ঞাসা করা হলে প্রতি উত্তরে সহকারি শিক্ষক তাপস বাবু ব্যক্ত করেন ভালো রেজাল্টের জন্য প্রাইভেট পড়াই। আবারও আরও এক জিজ্ঞাসাবাদে ব্যক্ত করে কেহ ২০০ টাকা দেয় কেহ ৩০০ টাকা দেয় আবার কেউবা ফ্রি ইত্যাদি ভাবে পড়ানো হয়। সরকারি স্কুলের ক্লাস রুমে সরকার প্রদত্ত বিধিমালায় প্রাইভেট পড়ানো নিষিদ্ধ তাহা আপনার জানা আছে কিনা? প্রতি উত্তরে আবারও ব্যক্ত করেন জানা আছে তথাপিও ভালো ফলাফলের জন্য এই প্রাইভেটটি পড়ানো হয়। প্রধান শিক্ষক এই বিষয়টি জানে কিনা? প্রতি উত্তরে ব্যক্ত করে জানে। তথাপিও আপনি তার নির্দেশনা মোতাবেকই কি পড়ান? উত্তর না দিয়ে নীরব ভূমিকায় থাকেন। এলাকাবাসি ব্যক্ত করে সহকারি শিক্ষক তাপস বাবু অতি লোভের কারণেই এই প্রাইভেট বাণিজ্যটি সকালে, বিকালে চালিয়ে যাচেছ। উর্দ্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্যই অত্র প্রতিবেদনটি প্রকাশিত হইল।
(বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন)