লৌহজং পাইলট গালর্স হাইস্কুলের সহকারী শিক্ষক প্রদীপ বাবু সরকারের উর্দ্ধে? এলাকাবাসীর জিজ্ঞাসা
ভ্রাম্যমান প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার লৌহজং পাইলট গালর্স হাইস্কুলের সহকারী শিক্ষক প্রদীপ বাবু কোচিং বাণ্যিজে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়।দেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান যখন মরণব্যাধী করোনাভাইরাসের পুর্ণজীবিতকালে বন্ধ ঘোষনা করেন সরকার, তখন এইসহকারী শিক্ষক প্রদীপ শতাধিক ছাত্রী নিয়ে একাধিক ব্যাচে কোচিং বাণিজ্যে ব্যস্ত। অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিনে উপস্থিত হয়ে দেখতে পায়, সহকারী শিক্ষক প্রদীপবাবু এক এক ব্যচে ২৫-৩০ জন ছাত্রী নিয়ে কোচিং বাণ্যিজে ন্যাস্ত। যাহা তাৎক্ষনিক ক্যামেরাবদ্ধ করতঃ উল্লেখ্য ছবিতে দেখা যাইতেছে। মোট ৪টা ব্যাচে সকালে বিকালে ৫০০/- হারেপ্রতি ছাত্রী থেকে লক্ষাধিক টাকা আদায় করছে এলাকাবাসীর ভাষ্য। যাহা সম্পূর্ণ বিধি বহিভূর্ত। সংশ্লিষ্ট এলাকাবাসী গভীর উদ্ধেগে ব্যক্ত করে প্রধান শিক্ষকের অবহেলা ও অনিহার কারনেই এই সহকারী শিক্ষক প্রদীব বাবু কোচিং বাণিজ্যটি নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে।
(বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন)।