ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জসিম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাসহ ৮ দফা দাবি পূরনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার আহবায়ক ও সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মনা, দীপেন্দ্র নাথ ঝাঁ, পবারুল ইসলাম, শাহ্ আলম আব্দুস সাত্তার, মামুনুর রশিদ প্রমুখ। বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষনা, আসন্ন ঈদের পূর্বেই পূর্নাঙ্গ উৎসব, বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে দ্রæত এমপিওভুক্তি করা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনা, বিশেষ বৃত্তি, অনুদান প্রদান, বিনামূল্যে ডিভাইস, খাতা কলম প্রদান, শুন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলীর ব্যবস্থা, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের শেষ আশ্রয়স্থল শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য অর্থ বরাদ্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং পরিচ্ছন্ন মানুষদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *