নাগরপুরে মেলার নামে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার আসর
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মেলার নামে প্রকাশ্যে চলছে জুয়ার জমজমাট আসর। স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে সপ্তাহে ২দিন উপজেলার বেকড়া ও মামুদনগর (পেতিœপাড়া) এলাকায় অবৈধ ভাবে এ কর্মকান্ড চলছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে সরেজমিন বেকড়া সিদ্ধেশ্বরী মেলা ঘুরে অভিযোগের সত্যতা মেলে। মেলায় দেখা যায়, ছোট বড় মিলিয়ে কমপক্ষে ৬/৭টি জুয়ার আসর বসে। সেখানে নিু আয়ের শ্রমিক শ্রেনীর মানুষ লোভে পরে হুমড়ি খেয়ে পড়ছে।
অনুসন্ধানে জানা গেছে, চলতি বৈশাখ মাস জুড়ে প্রতি শনিবার মামুদনগর পেতিœপাড়া ও মঙ্গলবার বেকড়া সিদ্ধেশ্বরী মেলা বসে। এ দুই মেলায় জুয়াড়িরা পুলিশ প্রশাসনের সাথে নিগোসিয়েশন করে জমজমাট ভাবে জুয়ার আসর চালিয়ে যাচ্ছে। ফলে নিু আয়ের মানুষ ও যুব সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জুয়ায় আসক্ত হয়ে যুব সমাজ চুরি,ছিনতাই ও ডাকাতি সহ নানা অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পরছে। উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ করে জুয়ার ভয়াবহতা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য বলা হলেও পুলিশ কার্যত কোন এ্যাকশন নিচ্ছেনা। অবস্থা এমন যে , কাজীর বলদ কিতাবে আছে গোয়ালে নেই। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী অফিসার (অতিঃদায়িত্ব) আবু সাঈদ জানান, জুয়া ও মাদকদ্রব্য সহ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। এর পরেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যাবস্থা নেয়া হবে। বেকড়া আটগ্রাম ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান কিসলু সত্যতা স্বীকার করে জানান, প্রশাসনকে ম্যানেজ করে জুয়াড়ীরা জুয়া খেলা চালাচ্ছে।