সান্তাহারে অগ্নিকান্ডে পোড়া প্লাস্টিক কারখানা স্থানীয় সংসদ সদস্যর পরিদর্শন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গতকাল শুক্রবার দুপুর ২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিআইআরএস ইন্ডাস্ট্রিজ নামে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের পুড়ে যাওয়া কারখানা পরির্দশন এবং আগুনে পুড়ে যাওয়া নিহত ৫ জন শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা ও সরকারী আর্থিক আনুদানের আশ্বাস প্রদান করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এ্যাড: নুরুল ইসলাম তালুদকার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সভাপতি এম এন এইচ মিলন, সাধারন সম্পাদক ফেরদৌস রহমান সুমন, জাতীয় পাটির নেতা শাহিন আলম, মাসুদ রানা পল্টু, ইসলাম, আপেল, ছাত্র সমাজের নেতা বাদল, মজনু, ফরিদ, সাঈদ সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার হঠাৎ বেলা সাড়ে ১১ টায় মেশিন চলাকালীন অবস্থায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রাথমিক ভাবে চেষ্টা করা হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে জানানো হয়। তবে এ ঘটনায় ডে শিফটে থাকা ৪০ জন শ্রমিক বেড়িয়ে আসলেও বাকি ৫ জন শ্রমিক ফ্যাক্টরিতে আটকা পড়ে। পরে বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১২ ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ফ্যাক্টরিতে প্রবেশ করে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দল। ফ্যাক্টরিতে মেশিনারিসহ প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।