ডিমলায় হরতাল ডেকে মাঠে নেই জামায়াত
নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় জামায়াতের ডাকা আধাবেলা হরতাল বর্জন করেছে ডিমলাবাসী।
হরতাল ডেকে মাঠে দেখা মেলেনি জামায়াতের কোনো নেতাকর্মীকে। হরতালের সময় পুলিশ ছিল তৎপর। এসময় ১ জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৩ মে রাতে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ। গত ৫ জানুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও নির্বাচনের সময় অপর একটি ভোটকেন্দ্রে গুলিতে নিহত জামায়াতকর্মী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার আধাবেলা হরতালের ডাক দেয় স্থানীয় জামায়াত। কিন্তু হরতাল ডেকেও কাউকে মাঠে পাওয়া যায়নি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান বলেন, ‘জামায়াতের ডাকা হরতালে জনগণের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। নাশকতার আশঙ্কায় উত্তর তিতপাড়া এলাকার ডা. খয়ের উদ্দীনের ছেলে জামায়াতকর্মী রেজাউল করিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।’