মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ছয় জন কে আটক করেছে বিজিবি

মোঃ মশিয়ার রহমান টিংকু,ঝিনাইদহ মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে একজন ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। রোববার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে একশ গজ বাংলাদেশের ভিতর থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর গংঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মোঃ মিজাহাজুল ইসলাম (৩২), মাগুরা জেলার সদর থানার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮) তার স্ত্রী কনিকা বিশ্বাস (২১) এবং ছেলে সপ্নীল দাস (১৮মাস), একই জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মন্ডলের স্ত্রী সুবর্ণা মন্ডল (৩৮), তার ছেলে অভয় মন্ডল (১০) এবং সাতক্ষীরা কলারোয়া থানার কুশোডাংগা গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৩৬)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *