অতি বৃষ্টি সরিষা চাষে ক্ষতির আশঙ্কা

মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি : বছরে ১২ মাস, তার মধ্যে কার্তৃক, অগ্রহায়ণ সরিষার ভরা মৌসুম, কৃষকেরা যখন বর্ষা শেষে সরিষা চাষের আনন্দে মেতে উঠে, তখনই মনে একটা ভয় কাজ করে তা হলো কার্তৃক মাসের কাইতান মানে বৃষ্টি। কারন কার্তৃক মাসের বৃষ্টিতে সব সময়ই সরিষার ক্ষতি হয়ে থাকে।
এবার সরিষা চাষের আগেই হালকা বৃষ্টি শেষে সবাই একটা সস্থির নি:শ্বাস ফেলেছিলো। হয়তো আর বৃষ্টি হবে না,তাই ধামরাইয়ের চাষিরা আশা করেছিলো মৌসুম শেষে সরিষার ভালো ফলনের। এবার ধামারাই উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ফসলি জমিতে চোখ রাখলেই প্রাণ জুড়িয়ে যেত।হঠাৎ মৌসুমের মাঝ পথে প্রাকৃতিক দূর্যোগে চাষিদের মন ভেঙ্গে চুরমার।
এ বিষয়ে কেলিয়া গ্রামের কৃষক জয়নাল মিয়া বলেন এবার আমি প্রায় এক একর জমিতে সরিষা চাষ করেছি, দুই দিনের টানা বৃষ্টিতে আমার সব সরিষার চারা মাটিতে মিশে গেছে তিন বিঘা জমিতে দশ মন সরিষাও পাবোনা।
এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, ধামারাই উপজেলায় প্রায় ৫২৫০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে।আমরা এবার ৯ হাজার মেট্রিকটন সরিষার উৎপাদন আশা করছি। তাই কৃষকদের বিভিন্ন জাতের সরিষা বীজ ও সার দিয়ে সহযোগীতা দিয়েছি। কিন্তু দুই দিনের টানা বৃষ্টিতে কৃষকদের কিছু ক্ষতি সাধিত হবে। কি পরিমাণ ক্ষতি হতে পারে এমন প্রশ্নের উত্তরে কৃষি কর্মকর্তা বলেন, আমরা বৃষ্টি শেষে এলাকায় পর্যবেক্ষণ করবো। তবে আশা করি বৃষ্টি শেষে জমিতে ছত্রাক নাষক ঔষধ দিলে তেমন কোন ক্ষতি হবেনা। তবে জমিতে পানি জমে থাকলে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।তবে আমরা সরকারি ভাবে চেষ্টা করবো যাতে কৃষকের ক্ষতি ঘুচিয়ে আনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *