থানায় গিয়ে নারীর বিষপান!
অপরাধ তথ্যচিত্র ডেক্স: হবিগঞ্জের মাধবপুর থানায় “অর্থ লেনদেনের” জের ধরে আনোয়ারা বেগম (৩২) নামে এক নারীর বিষপানের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ওই নারীকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারীর সঙ্গে অর্থ লেনদেনে সংশ্লিষ্ট এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। আনোয়ারা বেগম কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ রাজারকুল গ্রামের দিদারুল ইসলামের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাধবপুর থানায় কর্মরত কনস্টেবল বাবুল মিয়ার সন্ধানে আসেন আনোয়ারা বেগম নামের এক নারী। এসময় কনস্টেবল বাবুল মিয়া তার বাড়ি কুমিল্লা থাকায় তার সঙ্গে দেখা হয়নি। কোনো অভিযোগ থাকলে থানায় জানানোর পরামর্শ দেয় পুলিশ। কিন্তু কিছু না বলে থানা কক্ষ থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে ব্যাগে থাকা বিষের বোতল বের করে থানা প্রাঙ্গণে তা পান করে মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আনোয়ারা বেগমের স্বামী দিদারুল ইসলাম বলেন, “কক্সবাজার আদালতে কর্তব্যরত থাকা অবস্থায় আনোয়ারার সঙ্গে পরিচয় হয় কনস্টেবল বাবুল মিয়ার। এই সূত্রে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন পুলিশের এ কনস্টেবল। সম্প্রতি আমি টাকার বিষয়টি জানতে পারলে আমাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে ওই টাকা আদায়ের উদ্দেশে সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।” এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবল বাবুল মিয়া বলেন, “কক্সবাজার আদালতে চাকরির সুবাদে আনোয়ারার সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের ফলে তার পরিবারে আমার যাতায়াত ছিল। কিছু টাকা আনোয়ারা আমাকে ধার দিয়েছিলেন।”
মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “ওই নারী থানায় আসার পর তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়। কিন্তু তিনি তড়িঘড়ি করে থানা প্রাঙ্গণে বিষপান করেন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বর্তমানে সুস্থ আছেন। কনস্টেবল বাবুলের সাথে ওই নারীর আর্থিক লেনদেন ছিল। তার বিরুদ্ধে পুলিশ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করছে।”