ভাইজানের শতচেষ্টা সত্বেও শেষ রক্ষা হলোনা, আওয়ামীলীগ থেকে বহিস্কার হলো কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার পুত্র দিলনেওয়াজ খান, কলঙ্কমুক্ত সৈয়দপুর আ,লীগ।
মোতালেব হোসেন : ভাইজান খ্যাত শ্রমিক নেতা, সরকারী সম্পদ আত্মসাৎকারী, দূর্নীতিবাজ, স্বঘোষিত রেল ভূমিদস্যু বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিনের প্রত্যক্ষ মদদে সৈয়দপুর ছাত্রলীগ এ স্থান পায় ৭১এর কুখ্যাত যুদ্ধাপরাধী, রাজাকার নইম গুন্ডার পুত্র দিলনেওয়াজ খান। তারই হাত ধরে টাকার বিনিময়ে দিনে দিনে বাড়তে থাকে তার পদ পদবী। ধীরে ধীরে কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার পুত্র দিল নেওয়াজ খান রাজনীতিকে ব্যবহার করে চাঁদাবাজী থেকে শুরু করে টেন্ডারবাজী, মাড়োয়ারীর বাড়ি দখল, মাদক ব্যবসার সিন্ডিকেট, রেলের জমি, কোয়ার্টার দখল, প্রেসক্লাবের সাবেক সভাপতিকে পেটানো, মুক্তিযোদ্ধাদের কুটুক্তি, ২১শে ফেব্রুয়ারীসহ ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ উদযাপন না করা, নারী কেলেঙ্কারীসহ নানান কুকর্ম করতে থাকে। এরই মধ্যে সে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাদের নাম ভাঙ্গিয়ে চালাতে থাকে তার অপকর্মের সা¤্রাজ্য। ফলে তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অভিযোগ আসতে শুরু করে সৈয়দপুর আওয়ামীলীগে। কিন্তু রেলের এক শ্রমিক নেতার প্রত্যক্ষ মদদে সে চালিয়ে যেতে থাকে তার রাজনৈতিক হাতিয়ারের ব্যবহার। কিন্তু তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের প্রতি তার ঔদ্ধত্য ব্যবহার বাড়তে শুরু করায় তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে শুরু করে স্থানীয় পৌর আওয়ামীলীগ।
ঘটনা আঁচ করতে পেরে রাজাকার পুত্র মোকছেদুল মোমিনের নির্দেশে ঢাকায় গিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের মোটা খামের বিনিময়ে সৈয়দপুর পৌর আওয়ামীগের কমিটি বিলুপ্ত করার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। ঘটনাটি স্থানীভাবে জানাজানি হলে পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঢাকায় গিয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগ উত্থাপন করলে ঘটনার গুরুত্ত বুঝে কেন্দ্র পূর্বের কমিটি বহাল রাখেন। আওয়ামীলীগের উপজেলা সম্মেলনে মোকছেদুল মোমিন সাধারন সম্পাদক পদ প্রার্থী হন কিন্তু দূর্নীতির ভয়াবহ অভিযোগে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি বাদ পড়েন, কমিটিতে আসেন আকতার হোসেন বাদল ও শহীদ পরিবারের সদস্য মহসিনুল হক মহসিন। বিষয়টি তিনি মেনে নিতে না পারায় এই রাজাকার পুত্র দিলনেওয়াজ খানসহ আরো কিছু সস্তা বিতর্কিত মানুষকে নেতা বানিয়ে তিনি তার অপরাজনীতি শুরু করেন। এবং রেলের জমি দখল, টেন্ডারবাজী, চাঁদাবাজীর বিশাল নেটওয়ার্ক বানিয়ে তারা কামিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা।
তারই পরিপ্রেক্ষিতে অদ্য ৫ই সেপ্টেম্বর সকাল ১১.৩০ মিনিটে সৈয়দপুর পৌর আওয়ামীলীগ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান দলের ভাবমুর্তি পুনুরুদ্ধার ও দল থেকে বিতর্কিত রাজাকার পুত্র দিলনেওয়াজ খানকে স্থানীয় আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য লিখিত পাঠ করেন পৌর কমিটির সাধারন সম্পাদক মোজাম্মেল হক, উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারান সম্পাদক মহসিনুল হক, পৌর কমিটির সভাপতি রফিকুল ইসরাম বাবুসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নের্তৃবৃন্দ এবং স্থানীয় শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ।