বাদপুকুরিয়া গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনার এই সময়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই মুসলিম সম্প্রদায়গন এই ঈদ উদ্যাপন করছে।
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার সকাল সাত টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া কাড়ীর মোড় ঈদগাহ ময়দানে শত শত মুসল্লিগনের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আগেই বলা হয়। সর্বোপরি করোনাভাইরাসের মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মসজিদের খতিব দোয়া ও করেছেন। কোরবানি দাতারা দোয়া শেষে কোরবানির উদ্দেশ্য পশু জবাই করে ইসলামি শরীয়াহ্ মোতাবেক গরিব দুস্থের মাঝে মাংস বিতরণ করছেন।