সাপাহারে সাপের কামড়ে মৃত্যু-১, আহত-১

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে উপজেলার খঞ্জনপুর (রামরামপুর) গ্রামের হাসমত আলীর স্ত্রী সিদ্দিকা (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অপরদিকে উপজেলা কোচকুড়িলিয়া গ্রামের মৃত মহিউদ্দীনের স্ত্রী খোতেজা (৬৫) নামে এক মহিলাকে বিষাক্ত সাপে কামড় দিলে গুরুতর আহত অবস্থায় তাকে সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে আসা হলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন।
পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাদিজা তার নিজ শয়নঘরে বাচ্চাদের নিয়ে শুয়ে ছিলেন। এমন সময় তার বাম হাতের আঙ্গুলে সাপ ছোবল দিয়ে পালিয়ে যায়। যার ফলে সাপটিকে দেখতে পায়নি সিদ্দিকা। এসময় সে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে তার পরিবারের লোকজন স্থানীয় বেশ কয়েকজন ওঝার নিকট ঝাঁড়ফুক করে। এভাবে ক্রমান্বয়ে সারারাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক চালাতেই থাকে। পরে রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
অপর দিকে ওই রাতে উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের খোতেজাকে সাপে ছোবল দিলে রাত ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালে প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদানের পর রোগীর অবস্থা কিছুটা খারাপ হওয়ায় বৃহষ্পতিবার সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে বলে জানান কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল মালেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *