ধ্বংসস্তূপেও জীবিত শত বছরের বৃদ্ধ
নেপাল : নেপালে ভূমিকম্পের সাতদিন পর ধ্বংসস্তূপ থেকে ১০১ বছরের এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ওই বৃদ্ধের ধসে যাওয়া বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুন কুমার সিং জানান, ফুঞ্চু তামাং নামের শত বছরের ওই বৃদ্ধকে রোববার তার বাসার ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়। তিনি আহত হলেও তা গুরুতর নয়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুঞ্চু তামাং রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নুয়াকত জেলার বাসিন্দা।
অরুন কুমার আরও জানান, ওই বৃদ্ধকে হেলিকপ্টারে করে হাসপাতালে আনা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
গত সপ্তাহে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে সাত হাজার মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।