নাগরপুরে শিশু ধর্ষন মামলা, ধর্ষকের প্রকাশ্যে চলাফেরা, বাদীকে হুমকি, পুলিশ নিরব
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী (১০) ধর্ষন মামলা ১মাস অতিবাহিত হলেও পুলিশ অজ্ঞাত কারনে আসামী না ধরে ধর্ষকের পরিবার কে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রভাবশালী ধর্ষক প্রকাশ্যে চলাফেরা করছে এবং বাদীকে মামলা তুলে নিতে নানা ভাবে হুমকি দিচ্ছে। বাদীর অব্যাহত হুমকি ও পুলিশের নিস্ক্রিয়তার কারনে অসহায় ধর্ষিতার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী মো. আব্দুল আওয়াল মিয়া জানান, তার ভাতিজা চেচুয়াজানী গ্রামের বাকপ্রতিবন্ধি আ.রাজ্জাকের শিশু কন্যা (১০) কে ২১মার্চ শনিবার প্রতিবেশী লিয়াকত আলী জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২এপ্রিল মামলা হয়। মামলাটি নথিভূক্ত হওয়ার ১ মাস পেরিয়ে গেলেও এখনও পুলিশ ধর্ষক কে গ্রেফতার করতে পারে নাই। তদন্তকারী কর্মকর্তাকে ধর্ষকের অবস্থান সম্পর্কে অবহিত করলেও নানা তালবাহানায় বিষয়টি এড়িয়ে যায়। এব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সু-দৃষ্টি কামনা করেছে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী।
উল্লেখ্যঃ গত ২১ মার্চ উপজেলার চেচুয়াজানী গ্রামের প্রতিবন্ধি আ. রাজ্জাকের শিশু কন্যা (১০) কে প্রতিবেশী লিয়াকত আলী (৫৮) বরই দেয়ার ছলনায় ঘরের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় পরেরদিন ধর্ষকের বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।