আইন-শৃঙ্খলার খবর ‘অতিরঞ্জিত’ না করার আহবান
অপরাধ তথ্যচিত্র ডেক্স: আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যেকোনা সংবাদ অতিরঞ্জিত করে প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদফতর। সোমবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও মতামতকে বিশেষ গুরুত্ব দেয়। কতিপয় গণমাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের অতিরঞ্জিত প্রচারসহ পুরনো সন্ত্রাসী ঘটনাও বারবার প্রচার করতে দেখা যায়। যা জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ অবস্থায়, গণমাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সাম্প্রতিক ও পুরনো ঘটনা বা যেকোনো ধরনের সংবাদ অতিরঞ্জিত বা ব্যাপকভাবে প্রচারে নিরুৎসাহিত করতে অনুরোধ করা হলো।