সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (০৩ মে) দুপুর ৩টার দিকে তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাত ১০টার দিকে দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া এলাকা তারা আটক হয়। আটকরা হলো- শাহাদত হোসেন (৩০), খোদাবক্স (২৩), ইয়াছিন সরদার (১৯), বিলকিস বেগম (২১), শাহিন ব্যাপারী (৩৫), সাগর শেখ (১৮), শাহিন হোসেন (২৫), তারেক আলী (১৮), রবিউল ইসলাম (২২), নয়ন শেখ (২৪), রাব্বি শেখ (১৮), মো. আমিন (১৮), সালাম হোসেন (১৮), মিজানুর রহামান (১৮), জামাল উদ্দিন (১৮), আতিকুজ্জামান (৩০) এবং ওসমান গণি (১৮)। আটকদের সবাই সাতক্ষীরা ও রাজবাড়ী জেলার বাসিন্দা বলে দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে। বিজিবি’র ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ পরিচালক নাজির হোসেন অভি বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটককদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।