আদমদীঘিতে দুই ইটভাটায় অভিযান ২০ লাখ টাকা জরিমানা
আদমদীঘি প্রতিনিধি: সরকারি নিয়ম অমান্য করে পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র ছাড়াই ও সনাতন পদ্ধতিতে বগুড়ার আদমদীঘিতে ইট তৈরী ও বাজারজাত করার অপরাধে দুই ইট ভাটা অভিযান চালিয়ে মেসার্স দুই ভাই ইট ভাটা ভেঙ্গে দিয়েছেন ও ডি জি এম ইট ভাটার মালিকের ২০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের উত্তরে ইশবপুর এলাকায় মেসার্স দুই ভাই ব্রিকস্ ও ডি জি এম ব্রিকস্ েঅভিযান চালান ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহি ম্যাজিষ্ট্রেট (মনিটরিং এনফোর্সমেন্ট) মো: সাদেকুর রহমান সবুজ ও বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল রাজন এই অভিযান চালান। এ সময় র্যাব-১২-এর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, বগুড়া আদমদীঘির ছাতিযানগ্রাম ইউনিয়নের উত্তরে ইশবপুর নামক স্থানে মেসার্স (দুই ভাই) এম বি সিও ইট ভাটা ও মেসার্স ডি জি এম নামক দুইটি ইট ভাটা সরকারি নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার ছাড়পত্র ছাড়াই ও সনাতন পদ্ধতিতে ইট তৈরী করে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে সোমবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স (দুই ভাই) এম বি সিও বজলুর রহমান বুলুর ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে এবং অপর মেসার্স ডি জি এম নামক ইট ভাটার বৈধ কাগজপত্র না থাকায় মালিক মোতালেব হোসেনের ২০ লাখ টাকা জরিমানা করা হয়।