তানোরে খাস সম্পত্তির গাছ লুটের মহাযজ্ঞ !

তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসারের নেপথ্যে মদদে ওয়ার্ডের প্রকাশনগর আদর্শপাড়া গ্রামে সরকারী খাস সম্পত্তির গাছ ও বাঁশঝাড় লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী পরিত্যক্তা নাজিরা বাদি হয়ে জাহাঙ্গীর আলমসহ ৫ জনকে আসামী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় কাউন্সিলরের নেপথ্যে মদদে এসব বাঁশ-গাছ কাটা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, তানোরের মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রকাশনগর মৌজায় ২৩ নম্বর দাগে ০৫ শতক সরকারী সম্পতি ইজারা নিয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত পরিবার নিয়ে শান্তিপুর্ণভাবে বসবাস এবং বাড়ির সামনের প্রায় ৫ শতক সম্পত্তিতে বাঁশঝাড় ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ভোগদখল করে আসছে নাজিরার পরিবার। এদিকে চলতি বছরের ২৪ অক্টোবর শনিবার গ্রামের জাহাঙ্গীর আলম (৪৪), মোহাম্মদ নেজামুদ্দিন (৬০) ও আব্দুল কুদ্দুস (৫৫) দলবল নিয়ে জোরপুর্বক সেখানকার বাঁশঝাড় ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে। এসব গাছ কাটা উপলক্ষে সেখানে ভুরিভোজ করা হয়। একদিকে ভুরিভোজ অন্যদিকে গাছ নিধনের মহাযজ্ঞ চলে। এদিকে নাজিরা ও তার পরিবারের সদস্যরা গাছ নিধনে বাধা দিতে গেলে তারা তাদের পিটিয়ে জখম করেছে, এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, কাউন্সিলর বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ওই জায়গা জবর দখল করে সেখানে বসতঘর করে দেবার জন্য মরিয়া হয়ে উঠেছে, এভাবে তারা ইতিপুর্বে অনেকের কাছে থেকে টাকা নিয়ে সরকারী জায়গায় বসতঘর করে দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসারের উপস্থিতিতেই জাহাঙ্গীর,নেজাম উদ্দিন ও কুদ্দুস তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারপিট এবং গাছ নিধনের মহাযজ্ঞ চালিয়েছে। এব্যপারে নিজাম উদ্দিন ও কুদ্দুস বলেন,কাউন্সিলর ও গ্রামের মাথা মুরুব্বীদের অনুমতি নিয়ে ওই জায়গার বাঁশ ঝাঁড় ও জংলাগাছ কেটেছেন। তারা বলেন, গ্রামের ৪০ টি পরিবারের ধান উঠানো ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কোনো জায়গা না থাকায় তারা ওই জায়গায় খৈলান (উঠান) করার সিদ্ধান্ত নিয়েছেন।এব্যাপারে কাউন্সিলর আবুল বাসার বলেন, তার সামনে বাঁশ ঝাড় গাছ কাটার ঘটনা সত্য, তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। এ্যাপারে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান বলেন, অভিযোগ পাওযা গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *