চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে ওমেদুল ইসলাম (২৬)নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।ওমেদুল ইসলাম ঠাকুরপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। রোববার ভোর সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় অংশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, ওমেদুল ইসলামসহ ৫-৬জন গরু ব্যবসায়ী উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৮/৮৯নং মেইন পিলারের নিকট দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে।এ সময় ভারতীয় নদীয়া জেলার রেঙ্গেরপোতা ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি টহল দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে ওমেদুল ইসলাম ঘটনাস্থলেয় নিহত হন।বর্তমানে নিহত ওমেদুল ইসলামের লাশ ভারতের ১শ’ গজ অভ্যন্তরে পড়ে আছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ফেরত চেয়ে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেবার প্রক্রিয়া চলছে।