ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪০১৭ মে.টন সরকারি গম সংগ্রহের উদ্বোধন
রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় খাদ্য গুদামে গত সোমবার সকাল ১১ টায় সরকারি ভাবে গম সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গম সংগ্রহের শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন- ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চৌধুরী মোছাব্বের হোসেন খান। গম সংগ্রহ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪ ঠাকুরগাঁও ০২ সভাপতি গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফিকুর ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জহুরুল ইসলাম। বালিয়াডাঙ্গী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ, বালিয়াডাঙ্গী উপজেলা চাল কল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান শেখ, চালকল মিল মালিক ও পল¬ী বিদ্যুৎ সমিতির ঠাকুরগাও জেলার সভাপতি আজহার আলী সহ সকল কর্মকর্তা ও কর্মচারী মিল মালিক গণ গম সংগ্রহ উদ্বোধনে উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলায় মোট গম সংগ্রহের বরাদ্দ ৪০১৭ মে. টন গম সংগ্রহ করা হবে। পরে প্রধান অতিথি গম সংগ্রহের উদ্বোধন করেন।