চাঁদপুরে ৪ হাজার মে. টন সরিষা ও ৩ হাজার মে. টন গম উৎপাদন
চাঁদপুর থেকে মোঃ জাবেদ হোসেন : চলতি মৌসুমে চাঁদপুর জেলার ৮ উপজেলায় এবার ৩ হাজার ৩৭৫ হেক্টর জমিতে ৪ হাজার ১২ মেট্রিকটন সরিষা উৎপাদন হয়েছে বলে খামার বাড়ি চাঁদপুর কৃষি সম্পসারণ অধিদপ্তর কর্তৃক এক তথ্যে জানাগেছে।প্রাপ্ত তথ্য মতে চাঁদপুর সদরে ৩৫৫ মে. টন, মতলব উত্তরে ১ হাজার ৮১৫ মে. টন, মতলব দক্ষিণ ৭’শ ৭৮ মে. টন, হাজীগঞ্জ ৩’শ ৫৫ মে. টন, শাহরাস্তি ১৯২ মে. টন, কচুয়ায় ৩’শ ৫৭ মে. টন, ফরিদগঞ্জে ৬৭ মে. টন এবং হাইমচরে ৮৪ মে. টন সরিষা উৎপাদন হয়েছে।চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় কমবেশি গম উৎপাদন হয়েছে। এবার জেলায় ১ হাজার ৬৫ হেক্টর জমিতে ৩ হাজার ৭২ মে. টন গম উৎপন্ন হয়েছে। সরকার ২০১৪-২০১৫ অর্থ বছরে ২৮ টাকা কেজি দরে গম ক্রয় করে। চাঁদপুর থেকে ২৯৯ মে. টন গম ক্রয় করার সিদ্ধান্ত রয়েছে।