সাহাবুদ্দিন হাসপাতালে অনুমোদনহীন কিট, সহকারী পরিচালক গ্রেফতার

অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানী গুলশান-২ এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানের পর হাসপাতারটির সহকারী পরিচালক আবুল হাসনাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১৯ জুলাই) দুপুরে করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

করোনাভাইরাসের র‌্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি টেস্ট নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ম্যাজিস্ট্রেট সারওয়ার।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলাকালীন সারওয়ার আলম বলেন, করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমোদন না থাকলেও সাহাবুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ তা করেছে। টাকা নিয়েছে ৩ থেকে ১০ হাজার পর্যন্ত। এছাড়াও সাহাবুদ্দিন হাসপাতালকে টেস্ট করাতে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তার কর্ণপাত করেনি।

তাছাড়া তাদের কাছে অনুমোদনহীন বিভিন্ন ধরনের কিট পাওয়া গেছে। সেগুলোও জব্দ করা হয়েছে। অভিযান এখনো চলছে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *