ঝিনাইদহ সাধুহাটি পিডিপি সাব-ষ্টেশনের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক আহত

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি পিডিপি সাব-ষ্টেশনের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম (২২) নামে এক যুবক কৃষক গুরুত্ব আহত হয়েছেন। মঙ্গলবার সকালে মাগুরাপড়া (গোরস্থান) স্কুলের পেছনের মাঠে সম্প্রতি আম্ফান ঝড়ে উচ্চ বিদ্যুৎ এর তার ধান ক্ষেতে পড়ে থাকলে অসাবধানতায় জমির কাটা ধান গোছাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শামিম উপজেলার সাধুহাটি ইউনিয়নের মাগুরা পাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
আহতর চাচাত ভাই প্রতিবেদককে জানায়,সম্প্রতি আম্ফান ঝড়ে গ্রাম ও শহর যখন লন্ড ভন্ড। তারই উপর ভিত্তি করে সাধুহাটি ইউনিয়নের মাগুরা পাড়া ডিপ টির মাঠে পিডিপির উচ্চ খাম্বার বিদ্যুৎ এর তাঁর ধানি জমিতে পড়ে থাকলে আমরা সাধুহাটি পিডিপির সাব-ষ্টেশনের লাইন ম্যান রবিউল ও তার গ্যাটিসদের অবগত করানোর পরও তারা কোন পদক্ষেপ নেয় নি। সুতরাং মঙ্গলবার সকালে জমির ধান ক্ষেতে ধান গোছাতে গিয়ে অসাবধানতা বশত তার শরীরে স্পষ্ট হয়ে এ দূর্ঘটনা ঘটে। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।এবিষয়ে কয়েক জন কৃষক আনিচ,সিরাজুল,শাহাজান প্রতিবেদককে জানান, পিডিপির উচ্চ খাম্বার বিদ্যুৎ এর তাঁর ধানি জমিতে পড়ে থাকলে আমরা সাধুহাটি পিডিপির সাব-ষ্টেশনের লাইন ম্যান রবিউল ও তার গ্যাটিসদের অবগত করানোর পরও তারা কোন পদক্ষেপ নেয় নি। এই ডিপটির মাঠে জমি চাষ করার পূর্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা এবং চাষ সম্পূর্ণ হয়ে গেলে লাইন বিছিন্ন করার কথা। কিন্তু ডিপটির মালিক খলিল মিয়া অবৈধ ভাবে সাধুহাটি সাব-ষ্টেশনের লাইন ম্যান রবিউল ও তার গ্যাটিসদের হারাম মুনাফা দিয়ে লাইন সংযোগ দিয়েছে। এই সাধুহাটি সাব-ষ্টেশনের অসাবধানতার কারণে পূর্বে ও এক কৃষকের প্রাণ, কয়েকটি কৃষকের সাঁড় ও মহিষের প্রাণের খেশারত গুনতে হয়েছে।তারা আরও বলেন, এই সাধুহাটি পিডিপির সাব-ষ্টেশন চলে মনে হয় ঘুষের টাকায়।,৪০০/৫০০ শত টাকায় এরা পারে যে,কোন কাজ। লাইন সংযোগ দিতেও টাকা বিছিন্ন করতে টাকা। শুধু তাই নয় লাইন ম্যান রবিউল শুনতে চাই না কোন কথা, প্রায় সর্ব সময়ই তার অফিসিয়াল ফোন থাকে বন্ধ। কাজ করাই তার সংগাপঙ্গাদের দিয়ে। সুতরাং আমাদের সাধারণ কৃষকদের দাবি এর একটা বিহিত চাই। আমরা আর প্রাণ হারাতে চাই না। সুতরাং প্রধানমন্ত্রী কৃষকের মা সহ ওজোপাডিকোর এমডির নিকট এই আমাদের ( কৃষকদের) দাবী,পিডিপির সাব-ষ্টেশনের সকলকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক। এবিষয়ে ঝিনাইদহ ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, বিষয়টি শুনেছি সাধুহাটি পিডিপির সাব-ষ্টেশনের লাইন ম্যান রবিউল এর কাজ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *