ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদর দপ্তরে হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ॥
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: সারাবিশ্বে করোনা ভাইরাসের কারণে সারাদেশ লকডাউন হওয়ার পরিস্থিতির কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিভিন্ন হিতৈষী ব্যক্তিবর্গের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় ও বিজিবি’র সদর দপ্তরে ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুলবাড়ী ২৯ বিজিবি এর সার্বিক আয়োজনে গতকাল ১২ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ২৯ বিজিবির আওতায় ফুলবাড়ীর দেশমা, চৌঠা এবং অচিন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দেশমা মাদ্রাসা মাঠে ২২টি গ্রামের হতদরিদ্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহুরুল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ শরীফউল্লাহ্ আবেদ (এসজিপি)। এ সময় উপস্থিত ছিলেন চৌঠা বিওপির সুবেদার ও কোম্পানি কমান্ডার মোঃ মশিউর রহমান, অচিন্তপুর বিওপির নায়েক সুবেদার মোঃ আব্দুর রশিদ, রানীনগর বিওপির নায়েক সুবেদার মোঃ দেলোয়ার হোসেন বিনাইল ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। দুপুর ২টায় ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তর মাঠে অনুরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহুরুল হক খান। বিতরণের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি’র দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহুরুল হক খান।
এ সময় বিজিবি’র পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।