ঘোড়াঘাটে পেট্রোল ইঞ্জিন ফেলে, তৈরি হলো ব্যাটারীচালিতমোটর সাইকেল
মো: ইফতেখার : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পেট্রোল ইঞ্জিন ফেলে-তৈরি হলো ব্যাটারী দিয়ে মোটর সাইকেল। জানা যায়, উপজেলার ঋশীঘাট গ্রামের মৃত- রহীমউদ্দীন মন্ডলের পুত্র দেলোয়ার হোসেন ড্রাইভার উক্ত মোটর সাইকেলটি পেট্রোল চালিত ইঞ্জিনটি নামিয়ে ৪টি ব্যাটারী, ১টি মোটর, ১টি অটোমেশিন লাগিয়ে মোটর সাইকেলটিকে চার্জার অটো চালিত মোটর সাইকেল হিসেবে রুপান্তরিত করেছে। এতে তার সর্বমোট ব্যয় হয়েছে-২৯,০০০/- টাকা, মোটর সাইকেলটি- ১০,০০০/- ৪টি ব্যাটারীসহ আনুষাঙ্গিক মালামাল ক্রয় করেছেন- ১৯,০০০/- টাকায়। এতে তার দৈনিক ২/৩শ টাকা পেট্রোলে খরচ বেচে যাচ্ছে বলে জানান। বর্তমান ব্যাটারী চালিত মোটর সাইকেলটি দৈনিক চার্জ দিতে মাত্র ১০/-টাকার কারেন্ট ব্যয় হয়। তার এই মোটর সাইকেলটি দেখার জন্য বিভিন্ন এলাকা হতে শত শত জনগন ভিড় করছেন এবং পথে ঘাটে তাকে থামিয়ে থামিয়ে দেখছে। তিনি হাকিমপুর (হিলি) উপজেলার শ্রী হিরেন্দ্রনাথ নামক মোটর সাইকেল মিস্ত্রির নিকট হতে মোটরসাইকেলটি তৈরি করে নেন বলে জানান।