নকলায় এক ব্যক্তির করোনা উপসর্গ; বাড়ি লকডাউন
আলহাজ্ব মাহ্বুবর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় ঢাকা থেকে আসা এক রিকশাচালকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার সন্দেহে তার বাড়ি লকডাউন করেছে নকলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মজিবর রহমান সরেজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন। ওই রিকশাচালকের বাড়ি শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই রিকশাচালক ও তার মাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। ওই ব্যক্তির বাড়িটিকে লকডাউন করা হয়েছে এবং পাশর্^বর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে ওই রিকশাচালক ঢাকা থেকে নকলায় আসেন। আসার পর থেকেই তিনি জ¦র-কাশিতে ভোগছিলেন।