মহেশপুরে স্বপ্নচারী স্টাডি গ্রুপের উদ্দ্যোগে খ্যাদ্যসামগ্রী বিতরন

মোঃমশিয়ার রহমান টিংকু(মহেশপুর): ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নে স্বপ্নচারী স্টাডি গ্রুপের উদ্দ্যোগে সোমবার বিকালে হতদরীদ্র পরিবারের মাঝে খ্যাদ্যসামগ্রী বিতরন করাহয়।এসময়ে-পরিবার প্রতি চারকেজি চাউল,আড়াই কেজি আলু,এক কেজি ডাল,এক কেজি পেঁয়াজ,আধাকেজি ভোজ্যতেল এবং আধাকেজি ডিটারজেন পাউডার বিতরন করাহয়। সংগঠনের সাধারনসম্পাদক মোঃইমরান হোসেন জানান-বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে।তারই প্রভাব পড়েছে আমাদের সোঁনার বাংলায়।তাই করোনা সংক্রামনের হাতথেকে সকল জনগনকে মুক্তরাখতে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে সর্বসাধারণ ঘরে অবস্থান করছে।এমতঅবস্থায় সরকারী সহযোগীতার পাশাপাশি এই সংগঠনের প্রতিষ্ঠাতা অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃকামরুল ইসলাম স্যার সহ আমরা আমাদের স্বপ্নচারী স্টাডি গ্রুপের সকলের একান্ত সহযোগীতায় ঘরেথাকা অসহায় পরিবারের হাতে তুলেদিচ্ছি খাদ্যসামগ্রী। এছাড়াও তিনি আরো জানান-গত রবিবার এই প্রতিষ্ঠানের উদ্দ্যোগে সাধারন জনগনকে ঘরেথাকার জন্য এবং করোনা সংক্রামনের হাতথেকে রক্ষাপেতে বাড়ী বাড়ী যেয়ে সচেতনামূলক উপদেশ প্রদানের পাশাপাশি পরিবারের সদস্যদের মাঝে ও পথচারীদের মাঝে মাক্স,হ্যান্ডসেনিটাইজার বিতরন করাহয়।প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃকামরুল ইসলাম জানান- স্বপ্নচারী স্টাডি গ্রুপ গত 2018 সালে যশোরে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা-মানসম্মত শিক্ষা বাস্তবায়ন ও অসহায় গরীব ছাত্র/ছাত্রীদের সহযোগীতা এবং হতদরীদ্রদের পাশেথেকে সহযোগীতার হাত বাড়ীয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *