শুধু চাকরির পিছে না ছুটে ব্যবসা শুরু করুন: তরুণদের প্রধানমন্ত্রী
অপরাধ তথ্যচিত্র ডেক্স: দেশের তরুণ প্রজন্মকে উদ্যোক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পাস করে শুধু চাকরির পিছে না ছুটে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেজন্য আমরা ঋণে সুদের হার কমিয়ে আনতে যাচ্ছি।’ বুধবার (৪ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের। এসব পণ্যের সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িত। তবে দেখতে হবে- ঋতু-বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে পণ্য উৎপাদন করা যায়। ক্রেতার চাহিদার বিষয়টিও মাথায় রাখতে হবে।’ সার্বিক বিষয়ে গবেষণা করে পণ্যের চাহিদা, উৎপাদন ও সরবরাহ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের জন্য ক্ষুদ্র উদ্যোক্ত সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘এতদিন সবাই বাংলাদেশকে সস্তা শ্রমের দেশ হিসেবে গণ্য করতো। আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। উৎপাদিত পণ্য যাতে নিজের ঘরে বসেই বিক্রি করা যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে।’ শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৯ দিন ব্যাপী চলবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবেশমূল্য ছাড়াই সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এসময় সেরা ৫ জন শিল্পোদ্যোক্তার মাঝে ‘এসএমই উদ্যোক্ত পুরস্কার-২০২০’ প্রধান করেন প্রধানমন্ত্রী।