অনুমতি ছাড়া আ. লীগের সমাবেশ করা ঠিক হয়নি: সিইসি

অপরাধ তথ্যচিত্র ডেক্স: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনের কমিশনকে না জানিয়ে আওয়ামী লীগ যে মিছিল ও সমাবেশ করেছে তা উচিত হয়নি। এমন সভা সমাবেশ করার আগে তাদের অনুমতি নেওয়া উচিত ছিল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বেঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সভা প্রসঙ্গে বিএনপির প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে সভার বিষয়ে তারা আগে আমাদের কিছু জানায়নি। পরে তারা (বিএনপি) জানালেন জনসভা হচ্ছে। আমরা চেক করে দেখলাম জনসভা হচ্ছে। সেটি নির্বাচন সংক্রান্ত জনসভা নয়, মুজিববর্ষের প্রস্তুতি নিয়ে সভা হচ্ছে। আমাদের কাছে তারা বলেনি, সেখানে নির্বাচন নিয়ে যদি কিছু না বলে তাতে নির্বাচনের কোড অব কনডাক্ট ভায়োলেট হবে কিনা তা আলাদাভাবে বলা নেই। তবে আমি মনে করি, নির্বাচন সামনে রেখে এ সভাটা তাদের না করাই উচিত ছিল। আর করার দরকার হলে আমাদের অনুমতি বা পরামর্শ নেওয়া উচিত ছিল। কিন্তু তারা সেটি নেননি, আমরা জানিই না।’ নির্বাচন ঘিরে ঢাকায় বহিরাগতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারও কোনো বাসা বাড়িতে তল্লাশি বা রেইড করা হচ্ছে না। তবে হোটেলে, হোস্টেলে কিংবা অন্যান্য জায়গায় যদি বাইরে থেকে কেউ এসে থাকে সেটার ব্যাপারে আইন-শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদের বলেছি। ভোটকেন্দ্রর নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রের চারপাশে যেন অকারণে জটলা না হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *