দুই সিটিতে ২৬৮ জনের মনোনয়ন প্রত্যাহার
অপরাধ তথ্যচিত্র ডেক্স: আসন্ন ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি) নির্বাচনে ২৬৮ জনের মনোনয়ন প্রত্যাহার করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এই দুই সিটিতে এখন মোট ৭৫৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াই করবেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তারা এই তথ্য দেন। ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, সাধারণত কাউন্সিলর পদে ১১১ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জনসহ মোট ১২৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীতায় রইলেন মেয়রপদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭ জনসহ তিন পদে ৩৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী লড়াই করবেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান জানান, সাধারণত কাউন্সিলর পদে ১২৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ জনসহ মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীতায় রইলেন মেয়রপদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ জনসহ তিন পদে ৪২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লড়াই করবেন। বৈধ প্রার্থীদের মাঝে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার চালাতে পারবেন। তবে কেউ নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন এই রিটার্নিং কর্মকর্তারা। ঢাকা দুই সিটিতে ভোটগ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি।