ঢাবি ছাত্রী ধর্ষণে অভিযুক্তকে ধরতে কয়েকটি টিম কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ তথ্যচিত্র ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর সঙ্গে দুষ্কর্ম বা অন্যায় যে-ই করে থাকুক তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। অপরাধীকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বান্ধবীর বাসায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে যে বা যারা নির্যাতন করেছে পুলিশ এটা নিয়ে তদন্ত করছে। বেশ কয়েকটি টিম অপরাধীকে গ্রেফতারে কাজ করছে। আমরা সুনিশ্চিত, তিনি (ছাত্রী) যে অভিযোগগুলো করেছেন তা তদন্তের মাধ্যমে আমরা সহজে জানতে পারব।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে হবে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’প্রধানমন্ত্রী পুলিশের দিকে সব সময় খেয়াল রাখছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী পুলিশের সক্ষমতা, টেনিং, দক্ষতা বৃদ্ধিসহ সবকিছু খেয়াল রাখেন বলেই পুলিশের সবকিছু করে দিচ্ছেন। তাই মাঠ লেভেলের পুলিশের যেসব দাবি ছিল তিনি (প্রধানমন্ত্রী) সব মেনে নিয়েছেন।’