মানিকগঞ্জে নছিমনের ব্যাপক রাজত্ব
আনোয়ার হোসেন চৌধুরী (মানিকগঞ্জ জেলা প্রতিনিধি) : ডিজিটাল যুগ। পৃথিবী দ্রুত এগিয়ে চলছে অধ্যানুধিকতার সর্বস্তরে। পৃথিবী উন্নত হলেও এর পদে পদে আসছে নানা প্রতিকূলাবস্থা। বর্তমানে গোটা বিশ্ব তথা বাংলাদেশও দ্রুত যোগাযোগের ক্ষেত্রেই দিনদিন এগিয়ে চলছে। বর্তমান যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাল্লায়ও মানিকগঞ্জের সাতটি উপজেলা তথা গোটা মানিকগঞ্জ জেলা পিছিয়ে নেই। সড়ক ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে বিভিন্ন ধরনের যানবাহনেরও সংযোজন ঘটেছে মানিকগঞ্জের যাতায়াত ব্যবস্থায়। তন্মধ্যে অত্যাধুনিক নছিমন (বুটবুটি) তিন চাকাওয়ালার এ গাড়িগুলো বিশেষ করে মালামাল বহনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ব্যাপক ক্ষতি করছে পরিবেশের। যেমন দ্রুতগতি, তেমনি বিকট শব্দ, আর তেমনি নিঃসরিত কালো ধোঁয়া সব মিলিয়ে নছিমন আজ গোটা মানিকগঞ্জের প্রাকৃতিক পরিবেশকে করছে দূষণীয়। কম শিক্ষিত, অদক্ষ চালক, তেমনি পুরনো ইঞ্জিনের দোষগ্রস্থ এ গাড়িগুলো চলছে নানা একসিডেন্টের ঝুঁকি নিয়ে। নছিমনের বর্তমান নানা ত্র“টিজনিত কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। এই নছিমনের ব্যাপারে সড়ক ও জনপথ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটুকু সচেতন ও সোচ্চার তা আল্লাহই মালুম। তাই দ্রুত নছিমন চালনার নির্দিষ্ট আইন ও নীতি থাকা একান্ত আবশ্যক বলে মানিকগঞ্জের জনসাধারণ ও অভিজ্ঞ মহল মনে করেন।