ক্যাসিনোবাজ সামশুল-শাওনসহ ২২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অপরাধ তথ্যচিত্র ডেক্স: অবৈধ ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২২ জনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ অক্টোবর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা এ-সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বিভাগে পাঠানো হয়েছে। দুদকের তদন্ত কর্মকর্তা ও পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সন্ধ্যায় ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া, এনামুল হক এনু, রুপন ভূইয়া, লোকমান হোসেন ভূইয়া, নাবিলা লোকমান, ইসমাইল চৌধুরী সম্রাট, জাকির হোসেন, মোহাম্মদ শফিকুল আলম ফিরোজ, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুল হাই, মো. সেলিম প্রধান, এনামুল হক আরমান, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মিজান, কাজী আনিছুর রহমান, সুমি রহমান, একেএম মমিনুল হক সাঈদ, মো. শফিকুল ইসলাম এবং প্রশান্ত কুমার হালদার। চিঠিতে বলা হয়েছে, জি কে শামীমসহ অন্যদের বিরুদ্ধে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে এবং দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *