লোহাগড়ায় অসহায় মানুষের উপর হামলা কারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন
(নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির চর-সারুলিয়া গ্রামে আধিপত্তর বিস্তার কে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ১৫-১৬ জন আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা ৩ টি বাড়িসহ ভ্যান গাড়ি ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে, সন্ত্রাসীরা দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। ভয়,আতংক আর নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে উপজেলা চরসারুলিয়া গ্রামের অসহায় মানুষ। গত ২২ এপ্রিল সকাল ৬ টার দিকে কাশিপুর ইউপির ৭ নং ওয়ার্ড ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী, রামদা, লাঠি-সোটা নিয়ে একই গ্রামের ৭ নং ওয়ার্ড আজিবর মোল্যা (৬০) এর বাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করে। এরপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিয়ার মোল্যা (২৫), জিয়াউর মোল্যা (২৬), সাবু শেখ (৩০),ইদ্রিস সেখ (৩২), মিন্টু শেখ (৩৫), ছালমা (২৫), হাবিবুর (৩৮), বাদশা (৪০), আমির (২৮), জেসমিন (৩৫), রফিক (২৮), হালিমা (৬০), মান্নান (৪৫), সবুর (৪২), মাহাবুর (৩৫), ওসমান (২৬) কে কুপিয়ে গুরুত্বর আহত করে। এসময় সন্ত্রাসীরা বাদশা মোল্যা , বিল্লাল ও কালা শেখের বাড়িতে হামলা চালিয়ে ভ্যান গাড়ি ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। আহতদেরকে লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা করা হয়। এ ঘটনায় ৭ নং ওয়ার্ডের আজিবর মোল্যা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৮,তাং ২৪-৪-২০১৫ ইং। মামলা করার পর থেকেই আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য মামলার বাদীসহ এলাকার মানুষদের বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রদর্শন করছে। মামলার আসামীদের আটক ও গ্রামে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবীতে গত ২৭ এপ্রিল সন্ধায় গ্রামবাসী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই গ্রামের উপস্থিত ছিলেন মছিনুর কাজী সাজ্জাদুর রহমান কচি, কামরুল ইসলাম মিন্টু, , রওশন কাজী প্রমুখ।