দুর্নীতির অভিযোগ: হাইকোর্টের তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগ ওঠায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে রিচারিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই তিন বিচারপতি হলেন— বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহুরুল হক।বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট প্রশাসনের কয়েকটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।এদিকে সুপ্রিমকোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও বৃহস্পতিবার এই তিন বিচারপতির কোনো নাম কার্যতালিকায় রাখা হয়নি।এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, এই তিন বিচারপতির নাম আজকের কজলিস্টে নেই। আমি এ টুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেন, তিন বিচারপতির দায়িত্ব পালন থেকে বিরত থাকার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এখতিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *