খোকাবাবুর দাম ১৫ লাখ – কোরবানি সমাচার
অপরাধ তথ্যচিত্র ডেক্স: সাদা-কালোর মিশেলের এই ষাঁড়টির নাম খোকাবাবু। ওজন প্রায় ১ টন (১ হাজার কেজি) বা ২৫ মন। তাই এই ষাঁড়টিকে ‘খোকাবাবু ১ টন’ বলেও ডাকা হচ্ছে। টাঙ্গাইলের নাগরপুরের নঙ্গীনার বাসিন্দা ও ষাঁড়টির মালিক মো. আবুল কাশেম মিয়া জানান, কোরবানি উপলক্ষে ষাঁড়টি বেঁচতে চান তিনি। তাই দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা।
তবে চলমান বন্যার কারণে তার পোষা ষাঁড়টির দাম এতো পাবেন কিনা, তা নিয়ে একটু শঙ্কা থাকলেও তিনি আশাবাদী, তার এই প্রিয় গৃহপালিত প্রাণিটির দাম তিনি তার চাওয়ার মধ্যেই পাবেন।আবুল কাশেম মিয়া বলেন, খোকার ওজন এবং প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো সম্পূর্ণ প্রাকৃতিক খাবারেই লালিত-পালিত হয়েছে। বিজ্ঞানসম্মত সঠিক পরিচর্যায় ৪ দাঁতের ৪ বছরের খোকাবাবু প্রাকৃতিক খাদ্যেই আজ ২৫ মণ ওজনের হয়েছে। নাগরপুর উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ডা. মো. ফায়েজুর রাজ্জাক আকন্দ বলেন, আমাদের উপজেলা লেভেলে বড় গরুর চাহিদা মেটাতে কাশেম মিয়ার উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তিনি ২ বছর যাবৎ আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরাপদ মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গরু মোটাতাজাকরণ ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে আমাদের বিজ্ঞানসম্মত নিবির পর্যবেক্ষণ, প্রাকৃতিক সুষম খাদ্য ও কাশেমের প্রচেষ্টায় খোকাবাবু আজ প্রায় ১০০০ কেজি হয়েছে। তার কাজের মূল্যায়ন হলে অনেকেই উৎসাহিত হবে স্বল্প খরচে গরু পালনে। এতে করে নিরাপদ মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে।