ভ্যানিটি ব্যাগে গাঁজা পাচারের সময় নারী মাদক ব্যবসায়ী আটক

মনির হোসেন,মংলা: ৬’শ গ্রাম গাঁজাসহ মুনিরা খাতুন (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম। বৃহস্পতিবার রাত ১১ টায় অভিযান চালিয়ে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর। কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগরের পরানপুর এলাকায় ভ্যানিটি ব্যাগে করে গাঁজা পাচারের সময় ৬’শ গ্রাম গাঁজাসহ মুনিরাকে আটক করা হয়। আটক মনিরা খাতুনের বিরুদ্ধে আগে থেকেই কোস্টগার্ডের কাছে বেশকিছু তথ্য ছিল। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্য ভিত্তিতে তাকে গাঁজ্সহ হাতেনাতে আটক করা হয়। আটক হওয়ার পর মুনিরা জানান, সর দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। খুলনা,সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন প্রান্তে মাদকদ্রব্য সরবরাহের বিষয়টিও কোস্টগার্ড বাহিনীর কাছে স্বীকার করেন তিনি। আটক মাদক ব্যবসায়ী মনিরা খাতুন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের মাজেদ গাজীর মেয়ে। আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। মুনিরা খাতুনের বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে শ্যামনগর থানা পুলিশ। কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকা সমূহে মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। চলতি মাসে বিপুল পরিমান ইয়াবা,গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় এনেছে কোস্টগার্ড বাহিনী। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *