জামালপুরে নদের জমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নদের জমি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “নদ নদী বাঁচবে-বাঁচবে দেশ। বাঁচাও মানুষ-বাঁচাও দেশ। জীব বৈচিত্র রক্ষায় পরিবেশ বাঁচাও দেশের মানুষ বাঁচাও। প্রকৃতি প্রেমিরা এক হও-সবাই ঐক্যবদ্ধ হও”এ শ্লোগানে জামালপুরে ব্রহ্মপুত্র নদসহ জলাশয় রক্ষ নদের জমি রক্ষা নদের জমি ভূয়া মালিকানা দেখিয়ে বিক্রি বন্ধ ও নদের তীর সংরক্ষণ বাঁধের উপর থেকে অবৈধ স্থাপনা বাজার উচ্ছেদের দাবিতে নদের তীরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে জেলা শাখা পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে শহরের ফৌজদারী মোড় এলাকায় নদের তীরে রোববার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক,সুধী ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ প্রহণ করেন। মানবন্ধন চলা কালে বক্তারা নদী খেকো এবং ভূমি দস্যুদের হাত থেকে ব্রক্ষ্ম পুত্র নদ রক্ষা,জেলার বিভিন্ন নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী কেন্দ্রীক জীবন ধারা জীববৈচিত্র স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার দাবী জানান।