ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ৫ম দিনের মত সান্তাহার ষ্টেশনে দ্রুতযান এক্সপ্রেস অবরোধ
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামি নতুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ৫ম দিনের মত সোমবার দুপুরে দিনাজপুর থেকে ঢাকাগামি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১ঘন্টা অবরোধ করা হয়েছে। সান্তাহার ষ্টেশনে ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির আহবানে কয়েক হাজার মানুষ ট্রেন অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করে। দুপুর ১২টা ১৫ মিনিটে ট্রেনটি ষ্টেশনের প্রবেশ করার পর আন্দোলনকারিরা প্রায় ১ঘন্টা ট্রেনটি অবরোধ করে রাখে। এ সময় আন্দোলনকারিরা ট্রেন যাত্রা বিরতির দাবিতে নানা শ্লোগান দিয়ে ষ্টেশন চত্বর মূখরিত করে রাখে। পরে দুপুর ১টা ৫মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সান্তাহার ষ্টেশন ছেড়ে যায়।
সান্তাহার জংশন ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে পঞ্চগড় ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি ৫ম দিনের কর্মসূচি ঘোষনা করেন। সোমবার ছিল ট্রেন অবরোধ কর্মসূচি। অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, আদমদীঘি থানা যুবদলের সভাপতি মাহাফুজুল হক টিকন, পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সহকারী অধ্যপক মাসুদ রানা, আওয়ামীলীগ নেতা আসলাম সিদকার, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম রবিন প্রমুখ। বক্তরা আগামীকাল মঙ্গলবারের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির বিয়য়ে রেলওয়ে পক্ষ থেকে ইতিবাচক কোন খবর পাওয়া না গেলে আগামী ২২ তারিখ বুধবার থেকে সান্তাহারের উপর দিয়ে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করার পাশাপাশি ট্রেনের টিকিট বেচা-কেনা বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়। উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় ঢাকার মধ্যে চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের ট্রেনটির উদ্ভোধন করবেন। পঞ্চগড় থেকে ট্রেনটি যাত্রা করে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বর্তীপুর যাত্রা বিরতি দিয়ে ঢাকায় পৌছাবে। গুরুত্বপূর্ন জংশন ষ্টেশন হওয়া সর্ত্তেও সান্তাহার জংশন ষ্টেশনে যাত্রা বিরতি না দেয়ায় পঞ্চগড় ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি প্রায় ৫ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ।