প্রতারক চক্রের ২০ সদস্য গ্রেপ্তার
মজিবুর ব্যুরচীফ,ঢাকা বিভাগ: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে প্রতারক চক্রের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে রেব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।গ্রেফতারকৃতরা মাল্টিলেভেল মার্কেটিং নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় লাইভ ওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতারক চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং দলের সদস্যরা নিরীহ মানুষদের কে দীর্ঘদিন যাবৎ প্রতারনা করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে অভিনব কায়দায় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। প্রতারক চক্রটিকে গ্রেফতারের জন্য রেব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার( ৯মে) বিকাল সাড়ে পাঁচটায় জিএম পি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র প্রতারনার উদ্দেশ্যে অবস্থান করতেছে এমন গোপন সংবাদের প্রেক্ষিতে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সিয়াম সিএনজি ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বে মোঃ হাফিজুর রহমানেরবাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেফতার করা হয় ২০ প্রতারক কে।গ্রেফতারকৃতআসামিরা হলেন মিজানুর রহমান (৩০)পিতা মোঃসুরুজ আলী গ্রাম-ঘাগলাইল থানা সদর জেলাঃ কিশোরগঞ্জ, মামুন রশিদ পিতা মোঃ সিরাজুল ইসলাম গ্রাম মীরগঞ্জ থানা বাঘা জেলা রাজশাহী, জাহাংগীর আলম (২৫) পিতা মোঃ সানোয়ার হোসেন গ্রাম ধুতুরহাট থানা সদর জেলাঃ চুয়াডাঙ্গা,মোঃহুমায়ুন কবির(২৮) পিতা মৃত আব্দুস সোবহান গ্রাম কোটামনি থানা সদর জেলা জামালপুর,মোঃআশরাফুল আলম(২৯) পিতা মোঃ মোখলেছুর রহমান গ্রাম কন্দর্পদিয়া ইসলামী ইউনিভার্সিটি জেলা কুষ্টিয়া, মোঃতৈয়াবুররহমান (২৫) পিতা শফিকুর রহমান গ্রাম সোনাকানিয়া থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম, মাসদিদ(২১) পিতা মোঃ সাদিকুল ইসলাম গ্রাম বালু বাগান থানা সদর জেলা চাঁপাইনবাবগঞ্জ, মোঃ সোহেল রানা (১৯)পিতা একরামুল হক গ্রাম মোহনপুর থানা সদর জেলা চাঁপাইনবাবগঞ্জ, আতাউর রহমান(১৯) পিতাঃ মোঃ কাওসার আলী গ্রাম কলিকাতা থানা দেবী নগর জেলা চাঁপাইনবাবগঞ্জ, মেজবাউল হক (২০)পিতা মজিবুর রহমান গ্রাম বিবিসন থানা গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ, মোঃ মোস্তাকিম (২৫)পিতা আব্দুল মতিন গ্রাম বাগানপাড়া থানা সদর চাঁপাইনবাবগঞ্জ, আব্দুল্লাহ আল সুমন(২২) পিতাঃ স্বপন সরকার গ্রাম নবীয়াবাদ থানা মুরাদনগর জেলা কুমিল্লা, মোঃ রজব আলী(২৩) পিতা শরিফুল ইসলাম গ্রাম নতুন হাট থানা সদর জেলা চাঁপাইনবাবগঞ্জ,মোঃ শাহাদাত হোসেন(১৯) পিতা শাহ আলম বেপারী গ্রাম আমানুল্লাহ পুর থানা সদর জেলা চাঁদপুর, মোঃপিয়ারুল ইসলাম (২৫)পিতা শফিকুল ইসলাম গ্রাম বিধিপুর থানা ও জেলা চাঁদপুর,মোঃকাউসার আলী(২৩)পিতা শফিকুল ইসলাম গ্রাম চড়াগ্রাম বিন্দুপাড়া থানা সদর জেলা চাঁপাইনবাবগঞ্জ, সাজিদুল ইসলাম (২২)পিতা রবিউল ইসলাম থানা সদর জেলা চাঁপাইনবাবগঞ্জ,মোঃকাউসার আলম(২০) পিতা আব্দুল হাসিম গ্রাম আনন্দ গ্রাম থানা বিজয়নগর বি-বাড়িয়া, মোঃ কাউসার রহমান (২৪)পিতা নাজির রহমান গ্রাম হাতিল গাড়িয়া কান্ত থানা জয়পুরহাট সদর জেলাঃ জয়পুরহাট, আরিফ হোসেন (২৪) পিতা আব্দুল খালেক গ্রাম হাসপুকুর থানা ভোলাহাট জেলা চাঁপাইনবাবগঞ্জ, তারা বর্তমানে চান্দনা চৌরাস্তা মোঃ হাফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। তাদের নিকট থেকে নগদ ৭ হাজার টাকা ও ১৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের গোপন হেফাজত থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। তাদের নামে বাসন থানায় মামলা হয়েছে। রেবের প্রেস রিলিজ থেকে এসব তথ্য পাওয়া গেছে।