সাপাহারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে পরিযায়ী পাখি রক্ষা ও জনসচেনতা বৃদ্ধির লক্ষে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর সহযোগীতায় দিবস টি পালিত হয়েছে। উক্ত মানববন্ধন ও পথসভায় উপস্থিত ছিলেন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান, বকুল হোসেন, আল মামুন, শরিফুল ইসলাম, সুমাইয়া আক্তার (তুলি), আঃ সালাম, মাজারুল ইসলাম, ফিরোজ কবির প্রমুখ। বক্তারা বিলটি খননের জন্য মাননীয় খাদ্য মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তার বক্তব্যে বিলটির এক অংশে পাখি সংরক্ষণে লক্ষে জলজ সংরক্ষিত অঞ্জল ও স্থলজ সংরক্ষিত বন অঞ্জল গড়া তোলার সরকারের নিকট আহব্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী কে বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বক্ষনিক সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। পরিশেষে বিলটিকে একটি আদর্শ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন সর্মদ্ধ বিল হিসেবে কাজ করে যাওয়ার সবাই প্রত্যয় ব্যাক্ত করেন।