লোহাগড়ায় স্নাতক সম্মান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ নড়াইল জেলার লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের অডিটরিয়ামে স্নাতক (পাশ) সম্মান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পালের সভাপতিত্বে ও লোহাগড়া সরকারী আদর্শ কলেজ বাংলা বিভাগের শিক্ষক মোঃ বদরুদ্দোজা বাবলুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিদুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারী আদর্শ মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান আলী দেওয়ান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, নিরাপদ সড়ক চাই এর সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম।
অনুষ্ঠানে উপজেলাধীন লোহাগড়া সরকারী আদর্শ কলেজ, লক্ষীপাশা মহিলা ডিগ্রী কলেজ, নবগঙ্গা ডিগ্রী কলেজ, এস.এম. আহাদ কলেজ ও লাহুড়িয়া ফাজিল মাদ্রাসার মোট ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সর্বমোট ৭ লাখ ৫৮ হাজার ৭ শত টাকা উপবৃত্তি প্রদান করা হয়।