বেনাপোল সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
বেনাপোল প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২১ বাংলাদেশি নারী-পুরুষকে শনিবার রাত ৮ টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, নজরুল শেখ (৪৫), হোসাইন মিয়া (২৬), ইমানুল হক (২৭), সমসের মল্লিক (২৬), প্রদীপ বাড়ই (১৯), সুকান্ত মন্ডল (১২), সাধন কুমার ঘোষ (১৮), অর্চনা ঘোষ (৪০), জুয়েল খান (১৮), অন্তর কুমার ঘোষ (১৮), হাফিজুর শেখ (২৮), সঞ্জীব ঘোষ (২৮), সায়েদা বেগম (৩০), সোরাইয়া খাতুন (০৫), অরুপ মন্ডল (২৩), রোকসানা বেগম (১৮), সহিদা বেগম (৩০), রাণী (৬০), পায়েল (৩২), সূবর্ণ (১৩) ও পবিত্র মন্ডল (১৮)। এদের বাড়ি যশোর, ফরিদপুর, নড়াইল পিরোজপুর, ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে। ২৩ বিজিবির বেনাপোল পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানান,এরা বিভিন্ন সময়ে সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যায়। পরে দালাল মারফত ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। সবাইকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) সুজিদ বলেন, ফেরত আসাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।