সুন্দরবনে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার

মনির হোসেন,মংলা: সুন্দরবনের চর এলাকায় কোস্টগার্ড বাহিনীর অভিযানে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) রাতে সুন্দরবন সংলগ্ন চরদোয়ানি খাল এলাকায় বনদস্যু জাকির বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। কোস্টগার্ড বাহিনীর গোয়েন্দা দপ্তর জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সুন্দরবনের গভীরে সোনাইমুখী খাল সংলগ্ন এলাকায় কুখ্যাত ডাকাত দল ও জলদস্যু আছাবুর বাহিনীর সঙ্গে কোস্টগার্ড বাহিনীর বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হলে বাকিরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে জানা যায়, আছাবুর পালিয়ে থাকলেও তার অন্যতম সহযোগী জাকির বাহিনীর সদস্যরা অস্ত্রসহ বরগুনা জেলার পাথরঘাটায় আশ্রয় নেয়। গত ১৪ মার্চ পাথরঘাটা চরদোয়ানী এলাকায় নবগঠিত জাকির বাহিনীর গুলিতে আলাউদ্দিন নামের এক নিরীহ মাঝি মারা যান। এরপর গোয়েন্দা তথ্য বিশ্নেষণ করে সুন্দরবনের চরদোয়ানীর দুর্গম এলাকায় জাকির বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রসস্ত্র ফেলে আস্তানা ছেড়ে পালিয়ে যায় দস্যুরা। পরে ওই আস্তানায় অভিযান চালিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *