‘বাজারে চালের দাম স্বাভাবিক আছে’- খাদ্যমন্ত্রী
অপরাধ তথ্যচিত্র ডেক্স: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বাজারে চালের দাম স্বাভাবিক আছে। সরকার ধান ও চালের দাম নির্ধারণ করে দিয়েছে। বর্তমানে চালের বাজারও নিম্নমুখী এবং স্থিতিশীল আছে।’ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় নওগাঁ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় সরকারের বেঁধে দেয়া দামে মিল মালিকদের ধান-চাল কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিল মালিকরা যদি নির্ধারিত দরেও কিনে তাহলেও তাদের লাভ হবে। সেইসঙ্গে বাজারও স্থিতিশীল থাকবে। কৃষকরাও দাম পাবে।’ বাজার মনিটরিংয়ের জন্য প্রতিটি জেলায় এবং ঢাকা শহরে চারটি মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি জেলার জেলা প্রশাসকদের মোটা, মাঝারি ও সরু ধান-চালে দর বেধে দেওয়া হয়েছে। নির্বাচনের কারণে এক সপ্তাহ ধরে পরিবহন বন্ধ থাকায় কয়েকদিনের জন্য চালের দাম কেজি প্রতি ১-২ টাকা বৃদ্ধি পেয়েছিল। এখন বাজার স্থিতিশীল।’ চলতি মৌসুমে আমনের ব্যাপক ফলন হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘কৃষকরা ন্যায্যমূল্য পেতে আর কী ধরনের নীতিমালা করা যায় তা নিয়ে মন্ত্রণালয়ে বসা হবে। আমরা মনিটরিং টিমের রিপোর্টের অপেক্ষায় আছি।’ এর আগে দুপুরে সার্কিট হাউজে রাজশাহী বিভাগের মাঠ পর্যায়ের খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী।